
প্রকাশিত: Wed, Dec 7, 2022 6:28 PM আপডেট: Tue, Apr 29, 2025 5:14 AM
মিরাজের সেঞ্চুরি, এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ
এল আর বাদল: মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরি আর মাহমুদ উল্লাহ রিয়াদের ৭৭ রানের নান্দনিক ইনিংসের কল্যাণে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই শক্তিশালী ভারতের বিরুদ্ধে ২-১ এ সিরিজ জিতলো। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতকে ৫ রানে হারিয়ে দেয় বাংলাদেশ। এই বিজয়ে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও ব্যাটিং মুগ্ধতা ছড়িয়েছেন মিরাজ। প্রায় ডুবে যাওয়া দলের ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি তুলে নেন তিনি। ইনিংসের শেষ বলে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেন তিনি। এতেই চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে টাইগাররা। ভারতের সামনে ২৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দেয় লাল-সবুজের দেশ।
মিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন দলের সাইলেন্ট কিলার মাহমুদ উল্লাহ। ৪৭তম ওভারে উমরান মালিকের বলে সাজঘরে ফেরার আগে ৯৬ বলে ৭৭ রান করেন তিনি। মিরাজ-মাহমুদউল্লাহ জুটি যোগ করে ১৪৮ রান। দলীয় ২১৭ রাসে মাহমুদল্লাহর আউটের পর ছোট কিন্তু ঝোড়ো ইনিংস খেলেন নাসুম আহমেদ। ১১ বলে ১৮ রানের এক দারুণ ইনিংস খেলেন নাসুম। এতেই লড়াকু স্কোর হয় টাইগারদের। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ৬৯ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। বিপর্যয়ের শুরুটা হয় এনামুল হক বিজয়ের আউটের মাধ্যমে। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ৯ বলে ১১ রান করা বিজয়। লিটনের ব্যাটও কাল হাসেনি। ২৩ বলে মাত্র ৭ রান করে ফেরেন ভারপ্রাপ্ত অধিনায়ক। তিনে নামা নাজমুল হোসেন শান্ত আউট হন ২১ রানে। এরপর সাকিব আল হাসান ৮ ও মুশফিকুর রহিম ১২ রানে আউট হন। রানের খাতা খুলতে পারেননি আফিফ হোসেন। ভারতের পক্ষে ওয়াশিংটন সুন্দর তিনটি ও মোহাম্মদ সিরাজ দুটি উইকেট শিকার করেছেন। এ ছাড়া দুই উইকেট নেন উমরান মালিক।
জবাবে ভারত দুর্দান্ত লড়াই করেও টাইগারদের টলাতে পারেনি। এবাদত হোসেন, সাকিব আর মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ভারতের শীর্ষ ব্যাটাররা নিজেদের সেরাটা দিতে পারেননি। শ্রেয়াশ আইআর (৮২) অক্ষর প্যাটেল (৫৬) ও রোহিত শর্মা (৫১*) ছাড়া বাকিরা নামকাওয়াস্তে রান দিয়েছেন। ইনিংসের শেষ দিকে রোহিত ঝড়ে ভারত জয়ের স্বপ্ন দেখলেও কাটার মাস্টার মুস্তাফিজের শেষ বলে সে আশায় গুড়ে বালি। বাংলাদেশ ম্যাচ জিতে ৫ রানে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
